জেলার খবর

বাঁশখালীতে ফের ড্যাম্পার ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে ফের ড্যাম্পার ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রধান সড়কে থামছেইনা সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল। একটি সড়ক দূর্ঘটনার রক্তের দাগ শুকাতে না শুকাতেই আরেকটি, বাঁশখালী প্রধান সড়কটি যেন এক মৃত্যপুরীতেই পরিনত হয়েছে। অনেক সমালোচনা, আন্দোলন প্রতিবাদেও লাগাম টানা যাচ্ছেনা এ সড়কের বেপরোয়া ও অদক্ষ চালকদের।

৪ জুন’২১ ইং শুক্রবার এ সড়কে ড্যাম্পার ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নির্মমভাবে প্রান হারাতে হল আরো ১ জনকে। সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বানিগ্রাম জুইন্যার টেক নামক এলাকায় ড্যাম্পার ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে আরো ২ জন।

হতভাগ্য নিহত অন্তসত্বা নারী সোহাগ বেগম (৩১) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাঝির পাড়া এলাকার নাজির আহমদের কন্যা বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই মহিলার সাথে থাকা তার পুত্র আল আমিন (১১)সহ আরও ১ জন। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে স্থানীয় রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক রাকিবুল হাছানসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহত ওই মহিলার লাশ উদ্ধার করেন এবং ঘাতক ড্যাম্পার ড্রাইভার মো. হৃদয় কে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়। জানা যায় ঘাতক ড্যাম্পার ড্রাইভার হৃদয়ের বাড়ী সাধনপুর দোয়ারী পাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী হয়ে কক্সবাজার জেলার মহেশখালী যাওয়ার পথে একটি সিএনজি অটোরিক্সা সাধনপুর ইউনিয়নের জুইন্যার টেক নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা বেপরোয়া গতির একটি ড্যাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় সোহাগ বেগম। নিহত সোহাগ বেগম গর্ভবতী ছিলেন বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক রাকিবুল হাছান বলেন, ‘ঘটনাস্থল হতে ঘাতক ডেম্পার ড্রাইভারকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন বাঁশখালীর প্রধান সড়ক অনেকটা ছোট তার মধ্যে ঢাকা ও কক্সবাজারের বড় বড় গাড়ী চলাচল ও অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গাড়ী চালানোতে দিন দিন দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে বাঁশখালী থানার (ওসি) সফিউল কবির বলেন ঘটনাস্থল থেকে ড্রাইভার ও গাড়ী অাটক করা হয়েছে পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button