জেলার খবর

নারায়ণগঞ্জে একজন সাহসী সৎ পুলিশ এসপি জায়েদুল আলোম

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে একজন সাহসী সৎ পুলিশ এসপি জায়েদুল আলোম

নারায়ণগঞ্জ জেলা এসপি মোঃ জায়েদুল আলোম
যিনি দীর্ঘ চাকরি জীবনে অনেক গুরুত্বপূর্ণ স্থানে চাকরি করেছেন,,সৎ পথে চলতে ও ন্যায়সঙ্গত কাজ করতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু অকুতোভয় বীরের মত ছুটে চলেছেন,, কখনো কোন অন্যায়ের কাছে আপোষ করেন নি,,তিনি তার চিন্তায়, চেতনায় ও মনকে বিশ্বাস করেন,তিনি রাষ্ট্র ও জনগণের একজন সেবক মাত্র।

যার দরুন রাষ্ট্রের বিভিন্ন সংকটময় মূহুর্তে সাহসী পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি সর্বদা তার জায়গা থেকে চেষ্টা করেচলেছেন কিভাবে পুলিশি সেবা জনগনের দৌর গোড়ায় পৌচ্ছে দেওয়া যায়,, বাংলাদেশ পুলিশকে জনগনের সেবক হিসেবে আরও গ্রহন যোগ্য করে তোলা যায়।

এসপি মোঃ জায়েদুল আলম,, বর্তমানে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন , এর আগে তিনি এসপি মুন্সিগঞ্জ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে দুঃসাহসিক সব অভিযান গ্রহন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য, রক্তের নমুনা দিয়ে (খুনি) সনাক্ত, মানব পাচার ও নারী পাচার চক্র আটক,,প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া মাদক,চাঁদাবাজ,অস্ত্র সন্ত্রাসী সহ আরও অনেক।

এছাড়া সম্প্রতি মহামারী করোনায় অসহায় মানুষদের ত্রাণ সহায়তা সহ করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক স্থাপন করে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ তাছাড়া করোনায় আইনশৃঙ্খলায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য নিয়েছেন যুগান্তকারী পদক্ষেপ।

তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে এধরণের অপরাধীদের আওতায় আনায়,,,বাংলাদেশ পুলিশ বাহিনী কে সমগ্র দেশ তথা বিশ্ব বাসির কাছে করেছেন আরও সামাদ্রিত।

তাই আমি মনে করি আগামীতে রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ পদে জনাব মোঃ জায়েদুল আলম দায়িত্ব পেলে বাংলাদেশ পুলিশের কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে। তাই একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আগামিতে এই সৎ সাহসী পুলিশ অফিসারের সর্বোচ্চ সফলতা কামনা করি।

তার পদক্ষেপ মূলক কার্যক্রম যা ইতি মধ্যে সোসাল মিডিয়ায় সারা পেয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে সাইবার স্পেশাল ইউনিটের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে।

এ জন্য সোশ্যাল মিডিয়াসহ যে কোন সাইটে, ব্যক্তিগত স্ট্যাটাস, পোস্ট, মন্তব্য ও শেয়ার নিয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কোন পোস্ট, স্ট্যাটাস, লাইভ ভিডিও কমেন্ট এগুলো খুব বুঝে শুনে করতে হবে। উত্তেজনাকর বক্তব্য ও কোন গুজব ভিডিও না বুঝে শেয়ার করে যে কোন সময় সাধারণ মানুষও বিপদে পড়তে পারেন। কারণ যারা দুর্বৃত্ত তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

এ জন্য সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সাইট চালনায় সচেতন হবে হবে। নইলে যে কোন সময় কারো অসচেতনতায় তাকে আইনের আওতায় আনা হবে। তাই অহেতুক হয়রানি থেকে বাঁচতে বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখুন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মুঠোফোনে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের।

তিনি আরো জানান, ইতোমধ্যে আমাদের সাইবার স্পেশাল ইউনিট পেট্রোলিংয়ের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে কড়া নজরদারি করছে। সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনায় নানা স্ট্যাটাস ও মন্তব্য করে অনেকেই আটক হয়েছেন। তাই বিশেষ করে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইট ব্যবহারে কাউন্সিলিং করুন। এতে অহেতুক হয়রানি থেকে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button