জেলার খবর

ধামরাইয়ে অগ্নিকান্ডে নুরজাহান বেগমের বাড়ির ৫টি ঘর ও যাবতীয় সম্পদ পুড়ে ভস্মীভূত

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে অগ্নিকান্ডে নুরজাহান বেগমের বাড়ির ৫টি ঘর ও যাবতীয় সম্পদ পুড়ে ভস্মীভূত

ঢাকার ধামরাই পৌরসভার পাঠানটোলা মহল্লার নুরজাহান বেগমের বড় টিনের ৫ টি ঘরে ৫ মেয়ে ও এক মাত্র ছেলে নুরুজ্জামানকে নিয়ে বসবাস করেন। মোটামটি সুখেই দিন কাটছিল তাদের এবারের ঈদও ভালোভাবেই পালন করেন তারা। কিন্তু সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ৫টি ঘর সহ ঘরের যাবতীয় সম্পদ আগুনে ভস্মীভূত হয়ে নিঃস্ব অসহায় হয়ে পড়েছে নুরজাহান বেগমের পুরো পরিবার।

সোমবার (১৭ মে-২০২১ খ্রীস্টাব্দ) দিবাগত রাত ২ টার দিকে আগুনের তাপে জেগে উঠেই দেখেন পুরো বাড়িতে আগুন। এসময় বিদ্যুদের লাইন থেকে আগুনের ফুলকি পরতে দেখে তারা। যে কাপড় পড়া ছিল সেই ভাবেই বেড়িয়ে এসে জীবন বাচালেও বিশাল বাড়িটি সব সম্পদ সহ আগুনের পুড়ে ছাই হয়ে গেলো। এখন এই পরিবারটি পথে বসেছে। সরকার ও সকলের সাহায্য সহযোগিতা ছাড়া এই পরিবারটি এখন নিরুপায়।

ধামরাই পৌর এলাকার পাঠানটোলা মহল্লায় নুরজাহান বেগমের বাড়ির ৫ টি ঘর ও ঘরের যাবতীয় সম্পদ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ অগ্নিকান্ডে আনুমানিক ক্ষতি ৪০ লাখ টাকা হবে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে বিদ্যুতের তার থেকে আগুনের ফুলকি পরে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে বলে গৃহকর্তী নুরজাহান বেগমের দাবী।
সংবাদ পেয়ে ধামরাই ফায়ার ষ্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘর ও ঘরের যাবতীয় সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এদৃশ্য দেখতে এলাকার মানুষ ভীড় করছেন।

গৃহকর্তী নুরজাহান বেগম বলেন- বৈদ্যুতিক তার থেকে রাত দুইটার সময় আগুন ধরছে।এসময় তার ছেলে নুরুজ্জামান চিৎকার দিয়েছে মা তারাতারি বাইরে আস মা আগুন ধরছে বলে। বাহির হইয়াও সারতে পারিনাই। ঘর থেকে কিছু বাইর করতে পারি নাই।খালি জান নিয়া বাইর অইছি(হয়েছি)।নুরজাহানের ৫টি মেয়ে একটি ছেলে। এ পরিবারটি একে বারে নিঃস্ব হয়ে পড়েছে।

গৃহকর্তী নুরজাহান বেগমের এক মাত্র ছেলে নুরুজ্জামান বলেন তাদের বাড়িতে আগুন লাগছে বৈদ্যুতিক তার থেকে রাত দুইটার সময় আগুন লাগে ,ধামরাই ফায়ার সার্ভিসে খবর দিলে আধা ঘন্টার মধ্যে আড়াইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দেখতেই পারছেন আমাদের সব কিছুই শেষ আমরা একেবারে নিঃস্ব।সরকার থেকে যদি আমাদের সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা বাঁচতে পারবো , তা না হলে আমাদের বাঁচার কোন উপায় নেই।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার (১৮ মে ২০২১) সকালে ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা স্বচক্ষে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্থ নূরজাহান বেগমের বাড়ীতে।গত রাত প্রায় ২ ঘটিকার সময় ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছু শেষ হয়ে যায় নূরজাহান বেগমের। এলাকার লোকজন মেয়র মহোদয়কে গভীর রাতেই ফোনের মাধ্যমে জানাইলে মেয়র গোলাম কবির তৎক্ষনাৎ ধামরাই, সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন এবং ফায়ার সার্ভিসের তৎক্ষনাৎ সহযোগিতায় আশেপাশের বাড়ীঘর আগুনের হাত থেকে রক্ষা পেলেও নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের জীবন ছাড়া আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

মেয়র মহোদয় ক্ষতিগ্রস্থ নুরজাহান বেগমের বাড়ীর সকলের জন্য শাড়ী লুঙ্গি খাবার ও নগদ ১৫০০০টাকা ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন ও আরো সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের জন্য সরকারীভাবে যাহাতে একটি ঘর পাইতে পারে এজন্য ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ সাহেবের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনিও আশ্বাস দেন ভূক্তভোগী নূরজাহান বেগমের জন্য যথাশীঘ্রই একটি ঘরের ব্যবস্থা করা হবে মাননীয় এমপি মহোদয়ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মদ সামিউল হক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, ধামরাই পৌরসভার কাউন্সিলর (৪নং ওয়ার্ড) মোহাম্মদ আলী, কাউন্সিলর (৫নং ওয়ার্ড) আমিনুল হাসান গার্নেল প্রমূখ।

ধামরাই পৌরসভার পাঠানটোলায় গতকাল রাতে আগুনে তিনটি পরিবারের ঘরবাড়ি পূড়ে যায়। সোমবার (১৮ মে) সরজমিনে অসহায় পরিবার গুলোর প্রকৃত অবস্থা নিরুপন করা হয়। সকল প্রকার সহযোগিতায় উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সামিউল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button