মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন এবং সবাইকে এটা উপভোগ করতে হবে
যে সাংবাদিকরা প্রতিনিয়ত খবরের শিরোনাম তৈরি করে কোন অজানা কারণে তারাও খবরের প্রধান শিরোনাম হয়।
সরকার ঘোষিত করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপের লকডাউন শহরগুলোর শত করা ৬০% মানুষ লকডাউন মানছে না! আর বাকী ৪০% সল্প পুঁজির ছোটখাটো দোকানদার মানুষরা লকডাউন মানছে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার দিকে ধাবিত হচ্ছে সেদিকে কারোর খেয়াল আছে? আর গ্রামে তো করোনা ভাইরাস সংক্রমণ লকডাউন এসবের কিছুই চিনে না, এবং আমরাও দেখলাম না।
তারা যেভাবে পারছে রাস্তাঘাটে অবাধে ঘুরাঘুরি করছে মাস্ক পরছেনা, হাসিঠাট্টা রংতামাশা করে দিন পার করছেন, যেন ঈদের আনন্দ উপভোগ করেছেন সবাই এবং আমরা যারা শহরের বাসিন্দা মাস্ক পরে কোন গ্রামে গেলে অনেকেই আমাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে! তাহলে কি করোনা ভাইরাস সংক্রমণ,লকডাউন এসব শহরের নিম্নয়ায়ের সাধারণ মানুষগুলোকে ধ্বংস করতে আসছে?