জেলার খবর

পাইকগাছা থানা পুলিশের সহায়তায় বিকাশের ভুল নাম্বারে পাঠানো টাকা ফিরে পেল যুবক

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছা থানা পুলিশের সহায়তায় বিকাশের ভুল নাম্বারে পাঠানো টাকা ফিরে পেল যুবক

খুলনার পাইকগাছায় বিকাশের ভুল নাম্বারে পাঠানো টাকা থানা পুলিশের সহায়তায় ফিরে পেয়েছে বিল্লাল সরদার (২৩) নামের এক যুবক। সে উপজেলার উত্তর সলুয়া গ্রামের জামাত সরদারের ছেলে।

জানাযায়, সিঙ্গাপুর অবস্থানরত ভগ্নিপতি মাহফুজুর রহমান ৬৫ হাজার টাকা শ্যালক বিল্লালের ০১৭১৪- ৬৯৬৩৬৪ নাম্বার বিকাশে পাঠাতে ভুলবশত ০১৭১৪-৬৯৬৩৬৮ নাম্বারে পাঠায়। যা নিয়ে সৃষ্টি হয় জটিলতা। পরবর্তীতে বিল্লাল উক্ত নাম্বার উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন। এরপর বিষয়টি নিয়ে থানা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহন করে। সর্বশেষ থানা পুলিশ উল্লেখিত টাকা উদ্ধার করে মালিক বিল্লালের নিকট বুঝিয়ে দেন।

ওসি এজাজ শফি জানান, জিডি’র প্রেক্ষিতে আমরা ঘটনার বিষয় তদন্ত করে প্রমান পাওয়ার পর উক্ত টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিক উত্তর সলুয়া গ্রামের জামাত সরদারের ছেলে বিল্লাল সরদারের নিকট হস্তান্তর করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button