বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় ধুমড়ে মুছড়ে গেছে সিএনজি: মা-মেয়েসহ নিহত-৩
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় ধুমড়ে মুছড়ে গেছে সিএনজি: মা-মেয়েসহ নিহত-৩
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় ধুমড়ে মুছড়ে গেছে সিএনজি অটোরিক্সা। সিএনজি অটোরিক্সার যাত্রী মা-মেয়েসহ ঘটনাস্থলেই নিহত হয়েছে ৩জন, এবং গুরুতর আহত হয়েছেন আরো ২জন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলা প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদম দিঘী এলাকায়।
১০ মে’২১ ইং, সোমবার দুপুর সাড়ে ১২টায় সিএনজি অটোরিক্সাটি চকরিয়া থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রাম মহানগরীতে যাচ্ছিল একিই সময় এস আলম সিমেন্ট লিখা একটি বড় খালি ট্রাক (নং চট্টমেট্রো–ট-১১৬৫১৭) দ্রূতগতিতে চট্টগ্রাম শহরমুখী যাওয়ার সময় সাইড নিতে গিয়ে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদম দিঘী এলাকায় সিএনজিটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুছড়ে গিয়ে রাস্তার পূর্বপাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ৩জন যাত্রি মৃত্যুবরন করে এবং সিএনজি চালক সহ বাকি ৩ জন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতরা হচ্ছেন, বান্দরবন জেলার নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী গ্রামের মো. হাশেমের ছেলে আব্দুর রহিম(২৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আরমানের স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৩), তার মেয়ে প্রিয়া মনি (০৩)। আহতরা হলেন চকরিয়ার নুরুল ইসলামের ছেলে আরমান (২৮)। নিহত দুইজন চকরিয়ার নুরুল ইসলাম আরমানের স্ত্রী ও মেয়ে, অন্য ২ জন হলেন আব্দুস সোবাহানের ছেলে মাহি(১৮) ও নুর মোহাম্মদের ছেলে আইয়ুব (২২)। হতাহত সবার বাড়ি বাঁশখালীর বাহিরে।
প্রত্যক্ষদর্শীরা জানান,‘ এস আলম সিমেন্ট লিখা খালি ট্রাক ( নং চট্টমেট্রো –ট- ১১ ৬৫ ১৭) ও সিএনজি অটোরিক্সাটি বাঁশখালী হয়ে চট্টগ্রাম মহানগরীতে যাচ্ছিল। দুইটি গাড়ি দ্রুত গতিতে চলমান অবস্থায় প্রধান সড়কের বৈলগাঁও দমদম দিঘী এলাকায় পৌঁছলে ট্রাকটি সাইড নিতে গিয়ে সিএনজি অটোরিক্সাকে সজোরে পিছনে ধাক্কা দেয়।
ওই অবস্থায় সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুছড়ে গিয়ে রাস্তার পূর্বপাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৩জন মারা যান এবং ৩ জন গুরুতর আহত হন। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। দূর্ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির পরিদর্শন করেন। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটিকে জব্দ করেন বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন,‘ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য: বাঁশখালীর প্রধান সড়কে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে আশংকাজনক হারে সড়ক দূর্ঘটনা ও হতাহত বৃদ্ধি পেলে সমালোচনার ঝড় উঠে। এক পর্যায়ে সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের বিভিন্ন দাবীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের ব্যানারে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনের কর্মসূচী বাস্তবায়ন করা হলেও কার্য়ত: সে দাবীর কিছুই বাস্তবায়ন হয়নি। ফলে দূর্ঘটনার হারও কমেনি।