জেলার খবর

বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে অসহায় জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ত্রান সামগ্রী বিতরণ

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে অসহায় জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ত্রান সামগ্রী বিতরণ

চট্টগ্রাম জেলার বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র ও অসহায়দের মধ্যে সীমিত সাধ্যের মধ্যে পবিত্র রমজান মাস ও করোনা সংকটকালীন ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ:সভাপতি লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এবং একাডেমীর পরিচালক ও প্রধান কোচ বাঁশখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত তহবিল থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।

৯ মে’২১ ইং, রবিবার সকাল ১১ টার সময় বাঁশখালী উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এ ইফতার ও ত্রান সামগ্রি বিতরন অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালম মিয়াজি, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, সহ: সম্পাদক মোহাম্মদ আনোয়ার, সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা, সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহ, সাংবাদিক আব্দুল জব্বার,বাঁশখালী থানা পুলিশের এসআই মোঃ মিজান,পরিমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী নুরুল হুদা,বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ।

ইফতার সামগ্রি ও ত্রান বিতরনকালে অথিতিবর্গ বলেন, একদিকে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান পাশাপাশি সারাদেশে করোনার দ্বিতীয় ধাপের লকডাউন চলছে। সীমিত হয়ে এসেছে মানুষের উপার্জন, অনেকাংশে বন্ধই বলা চলে। এ সময় মানুষের দু:খ-দুর্দশার কথা চিন্তা করে বাঁশখালী ক্রিকেট একাডেমী উপজেলায় মানসম্পন্ন ক্রিকেটার তৈরীর পাশাপাশি মানবিকতার কথা চিন্তা করে মানুষের কল্যানে এমন মহৎ উদ্যোগ নেওয়ায় নিশ্চয়ই ধন্যবাদ দিতেই হবে। বক্তারা আগামীতেও বাঁশখালী ক্রিকেট একাডেমী এ ধরনের জনকল্যানমুলক ও মানবিক কর্মসূচীতে নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button