শাল্লায় হাওর রক্ষা বাধের নির্মাণ কাজ পরির্দশনে জেলা প্রসাশক মোঃ জাহাঙ্গীর হোসেন।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
শাল্লায় হাওর রক্ষা বাধের নির্মাণ কাজ পরির্দশনে জেলা প্রসাশক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে ডুবন্ত ফসল রক্ষা বাধের নির্মান কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই, জামালগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ সদর, শাল্লা, জগন্নাথপুর, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ,জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এবং সহকারী কমিশনারবৃন্দ।
এসময় আরো সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাগণ। কালিয়াকোটা হাওরের ৯৩,৯৪, ৯৫ ও ৯৬ নং পিআইসির কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় বাধ নির্মানকাজে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।