বেনাপোল সীমান্তে ১১১ বোতল ফেনসিডিল উদ্ধার।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রবিবার (৭ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে পুটখালী উত্তর পাড়া একটি আম বাগানের ভেতর অবস্থান করছে।
এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১১১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটক ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে তিনি জানান।