সোনাতলায় পৌরসভা কর্তৃক টোল আদায়ে নিষেধাজ্ঞা- প্রচারে দিনভর মাইকিং
বগুড়ার সোনাতলা উপজেলায় পৌরসভা কর্তৃক টোল আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সংক্রান্তে পৌর মেয়র বাস ও সিএনজি ব্যাতিত সকল ধরনের যানবাহন তথা ব্যটারী চালিত অটোভ্যান, ইজি বাইক, নসিমন, ভটভটি চালককে সচেতন করার লক্ষে গত ২৮’শে এপ্রিল বুধবার হতে মাইকিং করে প্রচার প্রচারনা অব্যাহত রেখেছে।
এবিষয়ে পৌর মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু এর সাথে কথা বললে তিনি জানান, এ উপজেলার খেটে খাওয়া নিরিহ অসহায় পরিবারের কথা চিন্তা করে তাদের পারিবারিক সচ্ছতা ফিরিয়ে আনার লক্ষে সকল প্রকার ব্যাটারী চালিত অটোভ্যান, ইজিবাইক, নসিমন সহ ছোট ছোট যানবাহন হতে টোল আদায় না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইতিমধ্যে মাইকিং এর মাধ্যমে বিষয়টি সকলকে অবগত করার লক্ষে পৌর এলাকা সহ উপজেলার প্রধান প্রধান স্থানে প্রচার প্রচারনা চালু রয়েছে। মাইকিং-এ বলা হয়েছে বাস ও সিএনজি ব্যাতিত সকল ধরনের যানবাহন তথা ব্যটারী চালিত অটোভ্যান, ইজি বাইক, নসিমন, ভটভটি হতে পৌরসভা কর্তৃক কোন ধরনের টোল আদায় করা হবেনা।
যদি কেউ এ কাজ করে তাহলে উপযুক্ত প্রমান পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।তিনি আরো জানান, ২০১৬ ইং সালে সোনাতলা পৌর মেয়র হিসেবে দ্বায়িত্ব গ্রহন করার পর থেকে বর্তমান সময় পর্যন্ত পৌর এলাকার সকল মানুষের পাশে দারিয়ে তাদের সুখ-দুঃখের সাথি হয়ে সাধ্যমতো বিভিন্ন সহযোগিতা করে চলেছেন তিনি।
সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও তিনি বহু অসহায় পরিবারের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ইতিপুর্বে ইজিবাইকের লাইসেন্স এর জন্য নির্ধারিত ফি ছিলো ১৫০০ টাকা ও অটোভানের জন্য ছিলো ৭৫০ টাকা।
এতেকরে এতো টাকা দিয়ে লাইনসেন্স করতে ঐ সকল পরিবহন চালকদের জন্য অনেক কষ্ট হতো। সেইদিক লক্ষ করে বর্তমানে লাইসেন্স ফি কমিয়ে এনে ইজিবাইকের ক্ষেত্রে ১১০০ টাকা ও অটোভ্যানের ক্ষেত্রে করা হয়েছে ৪০০ টাকা। এতেকরে চালকদের জন্য আর্থিকভাবে অনেক সুবিধা হয়েছে। তিনি জানান, সারাদেশে মহামারি করোনা ভাইরাস বৃদ্ধির কারনে দিন মজুর খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমিয়ে এসেছে।
এতে বহু পরিবার অসহায় হয়ে পড়েছে। চাহিদা মতো কোনো কিছুই করতে পারছি না। সকল দিক লক্ষ করে তিনি পৌরসভার সকল কাউন্সিলরদের সাথে নিয়ে তাদের সহযোগিতায় এলাকার সুবিধাভোগিদের পর্যায়ক্রমে বিভিন্নভাবে সেবা প্রদানের আসা ব্যক্ত করেন তিনি। সেইসাথে সৃষ্টি কর্তা যেনো এ মহামারি করোনা ভাইরাস থেকে সারাদেশ সহ এ উপজেলার সকল মানুষকে রক্ষা করেন এই প্রত্যাশা করেন ব্যক্ত করেন তিনি।