সেনবাগে ২’শত অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন আ.স.ম জাকারিয়া মামুন
সেনবাগে ২’শত অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন আ.স.ম জাকারিয়া মামুন
চলমান লকডাউনে নোয়াখালীর সেনবাগ পৌর এলাকায় কর্মহীন ২০০ অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক ও সেনবাগ পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আ.স.ম জাকারিয়া আল মামুন।
শুক্রবার সকালে সেনবাগ উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।নএর আগে প্রথম লকডাউনেও তিনি ৫ শতাধিক গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ২০০ পরিবারের মাঝে তেল,চিনি,সেমাই,আলু ও ছোলাসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সম্পর্কে মামুন বলেন, লকডাউনে নিন্ম আয়ের অনেক মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছেন। আমি সব সময় অসহায়,দুস্থ এসব মানুষের পাশে থাকতে চাই।তারই ধারাবাহিকতায় আজ ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও এভাবে অসহায় ও দুস্থদের পাশে থাকবো। রমজানে ৫০০ পিস কাপড়,৩০০পিস পাঞ্জাবি ও ২০০ পিস লুঙ্গি বিতরণ করবো।