জেলার খবর

বাঁশখালীতে আইন শৃংখলা বিষয়ক সভায় জনপ্রতিনিধিদের ক্ষোভ

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে আইন শৃংখলা বিষয়ক সভায় জনপ্রতিনিধিদের ক্ষোভ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আইন শৃংখলা বিষয়ক সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় এস,এস,পাওয়ার প্ল্যান্টে সম্প্রতি সংঘঠিত শ্রমিক হত্যাকান্ডের সঠিক স্বরুপ উদ্ঘাটন, বাঁশখালীতে ব্যাপক হারে পাহাড় কাটা, বালি উত্তোলন ও মাদকাসক্তদের উশৃংখলতা প্রতিরোধ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

২৯ এপ্রিল’২১ ইং বৃহস্পতিবার বিকাল ৩টায় বাঁশখালী উপজেলা অফিসারস্ ক্লাবে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্নস্তরের প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গত ১৭ এপ্রিল বাঁশখালীর গন্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ৭ শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত ঘটনা উপস্থাপনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। এছাড়া বাঁশখালীতে ব্যাপক হারে পাহাড় কাটা, বালি উত্তোলন, কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকাসক্তদের উশৃংখলতা প্রতিরোধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্যের জবাবে বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ঘটনা নিয়ে দুইটি কমিটি গঠিত হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া অন্যান্য বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন উপজেলা নির্ববাহী কর্মকর্তা। ওই সভায় ওসির অনুপস্থিতিতে বাঁশখালী থানার পক্ষে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক নাজমুল হক। এছাড়া বক্তব্য রাখেন, বাঁশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ. ন. ম শাহাদাত আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী খোকা, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট্য সমাজসেবক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়–য়া, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শফিউর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ, উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন, ছনুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ প্রমুখ।

আইনশৃংখলা সভা শেষে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সভাপতিত্বে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাঁদের অধিদপ্তর বিষয়ক উন্নয়নমুখি বক্তব্য রাখেন। সভায় উপজেলায় কর্তব্যরত বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ও খাল খনন প্রকল্পের কার্যাদেশ পাবার পর কাজ শুরু করতে বিলম্ব করলে কার্যাদেশ বাতিলেরও সিদ্ধান্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button