জেলার খবর

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি শোক এ মাওলা মনজিল’র সহায়তা কর্মসুচী সম্পন্ন

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি শোক এ মাওলা মনজিল’র সহায়তা কর্মসুচী সম্পন্ন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, চট্টগ্রাম জেলার ফটিকছড়ী উপজেলার হারুয়ালছড়ি শাখা, শোকর এ মওলা মনজিল কর্তৃক দূর্যোগ নিরসনে সহায়তা কর্মসূচী প্রথম দফা সম্পন্ন হয়েছে।

মাইজভাণ্ডার দরবার শরীফ ‘গাউসিয়া হক মনজিল’ এর সম্মানিত সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দঃ), রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রকাশ মওলা হুজুর (মঃ) কেবলা কাবা এক জরুরী নির্দেশনায় গত ২২ চৈত্র (২০২১ইং) কুতবুল আকতাব, বিল বেরাসত গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (ক.) এর মহান উরস মোবারক উপলক্ষ্যে সংগৃহিত হাদিয়া করোনা পরিস্থিতিতে সাময়িক অসুবিধায় পর্যদুস্ত পরিবার সমূহকে সহায়তা হিসেবে প্রদানের আহবান জানান।

এই নির্দেশনার প্রতি সর্বোত্তম সম্মান জানিয়ে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, হারুয়ালছড়ি শাখা, শোকর এ মওলা মনজিল কর্তৃক “খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ কর্মসূচি” প্রথম দফায় ২৩/০৪/২০২১ইং রোজ শুক্রবার সম্পন্ন হয়। এতে প্রায় ৫০ এর অধিক পরিবারকে দুই সপ্তাহের নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী এবং আরও ৫০ এর অধিক পরিবারকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সহ সভাপতি, মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম এর প্রতিষ্টাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী সাহেব। এসময় অন্যান্যদের মধ্যে শোকর এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button