কোভিড-১৯ ও হার্টের রোগে মারা গেলেন ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক সাংসদ ব্যারিষ্টার জিয়াউর রহমান খান
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
কোভিড-১৯ ও হার্টের রোগে মারা গেলেন ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক সাংসদ ব্যারিষ্টার জিয়াউর রহমান খান
ঢাকা- ২০ ধামরাই আসনের সাবেক চার বারের মানণীয় জাতীয় সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ব্যারিষ্টার জিয়াউর রহমান খান করোনা ও হার্টের রুগে রাজধানী ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল শনিবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে,আত্নীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জিয়াউর রহমান খান ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ আতাউর রহমান খান এর সুযোগ্য পুত্র।তাঁর পিতা মরহুম আতাউর রহমান খান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন।
তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১,১৯৯৬ সালে দুবার ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে পরপর চার বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া গ্রামে তিনি বসবাস করতেন রাজধানী ঢাকার ধানমন্ডিতে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও ঢাকা -২০ ধামরাই এর সাংসদ বেনজীর আহমদ এমপি।
তার মৃত্যু সংবাদ জেনে ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন ধামরাইয়ের সাবেক বিএনপি দলীয় এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান মারা গেছেন।
দীর্ঘদিন দিনের রাজনীতি জীবনে তিনি আমার প্রতিদন্ধী ছিলেন তার কাছ থেকে রাজনীতির অনেক মূল্যবান শিক্ষা আমি পেয়েছি। ব্যাক্তি মানুষ এবং বিচক্ষন রাজনীতিবিদ হিসেবে তার জন্য শ্রদ্ধা।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্বার শান্তি কামনা করেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা মরহুমকে বেহেস্ত নসিব করুন।