জেলার খবর

ধামরাই মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় অফিসের ভবনে হামলা

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় অফিসের ভবনে হামলা

ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ভবনে রাতের অন্ধকারে হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা।

গতকাল রাতে ধামরাই পৌরসভার বাইপাস সড়কের গোপনগর এলাকায় এ’ঘটনা ঘটেছে। এ’বিষয়ে ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু বলেন- এটা স্বাধীনতা বিরোধীদের কাজ।মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।

কোন দেশপ্রেমিক লোক রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে হামলা করতে পারে না। আমি এ’হামলা ও ভাংচুর এর তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ভবনে এ’হামলার ঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

ধামরাই থানা পুলিশ ধামরাই মুক্তিযোদ্ধা সংসদ ভবনে হামলার ঘটনায় উক্ত স্হান পরিদর্শন করেছে।

ধামরাই মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বলেন – ধামরাই মুক্তিযোদ্ধা সংসদ ভবনে হামলা ও ভাংচুর। স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিত ভাবে এ হামলা ও ভাংচুর চালিয়েছে। কারণ এরা জানতে পেরেছে রাতে এ ভবনে কেউ থাকে না। আমরা এ’হামলা কারীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার দাবি করছি।

এ’ঘটনার বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান( পিপিএম) বলেন- ধামরাই মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ভবনে হামলাকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button