জেলার খবর

কিশোরগঞ্জে অবৈধ বিড়ির ফ্যাক্টরী সিল গালা ও অর্থদন্ড

বিজয় চন্দ্র সরকার, কিশোরগঞ্জ থেকেঃ

কিশোরগঞ্জে অবৈধ বিড়ির ফ্যাক্টরী সিল গালা ও অর্থদন্ড

অদ্য ১৮/০৪/২০২১ খ্রি. তারিখে কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জ জেলার সদর উপজেলাধীন কর্শাকড়িয়াইল ইউনিয়নস্থ মানিক বিড়ি ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কোন অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এ কারখানাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এছাড়া নকল ব্র‍্যান্ডরোল ও ব্যবহৃত ব্র‍্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। মোবাইল কোর্টে কারখানার মালিককে ৫০,০০০ টাকা অর্থদন্ড করা হয় এবং জব্দকৃত ২৩ বস্তা তামাক ও প্রায় ৮ লক্ষ শলাকা পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরবর্তীতে কারখানাটি সিলগালা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুলহাস হোসেন সৌরভ কিশোরগঞ্জ সদর র‍্যাব টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button