জেলার খবর

আজ নরসিংদীতে আরও ১ জনের মৃত্যুসহ নতুন শনাক্ত ৪৫ জন

সাদ্দাম উদ্দীন রাজ, জেলা প্রতিনিধি-(নরসিংদী)

আজ নরসিংদীতে আরও ১ জনের মৃত্যুসহ নতুন শনাক্ত ৪৫ জন

করোনাভাইরাস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘন্টায় মনোহরদী উপজেলার নারান্দী গ্রামের আনোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধ সহ নতুন আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্ত ৩ হাজার ৬৯২ জন ও মোট মৃত্যু ৫৮ জন।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। রাজধানীর আই পিএইচ এর পরীক্ষায় পাঠানো ১৬৮ জনের নমুমার মধ্যে নরসিংদী সদর উপজেলার ২৩ জন, পলাশ উপজেলার ১২ জন ও মনোহরদী উপজেলার ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সদর উপজেলার ৪ জন ও মনোহরদী উপজেলার ১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ হাজার ৩৪৮ জন, শিবপুর উপজেলায় ৩৩১ জন, পলাশ উপজেলায় ৪৩৭ জন, মনোহরদী উপজেলায় ২০৯ জন, বেলাব উপজেলায় ১৬৭ জন ও রায়পুরা উপজেলায় ২০০ জন।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৯৩ জন। সুস্থদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১ হাজার ৭৯৮ জন, শিবপুর উপজেলার ২৭৪ জন, পলাশ উপজেলার ৩৩৬ জন, মনোহরদী উপজেলার ১৮৬ জন, বেলাব উপজেলার ১৫৫ জন ও রায়পুরা উপজেলার ১৮৫ জন।

এ পর্যন্ত করোনায় মৃত ৫৮ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩১ জন, পলাশ উপজেলায় ৩ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ৩ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button