সোনাতলায় মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে ৩০০ টাকা জরিমানা করেন ইউএনও
বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলায় মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে ৩০০ টাকা জরিমানা করেন ইউএনও
বগুড়া সোনাতলায় মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে ৩০০ শত টাকা জরিমানা করেছে সোনাতলা উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন।
করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধি নিষেধ না মেনে সোনাতলা রেল ষ্টেশন সংলগ্ন রেললাইন এর উপর,ষ্টেডিয়াম মাঠ সহ উপজেলার গ্রামঞ্চলের হাট বাজারগুলিতে লোকজনের অবাদ চলাচলের পরিমান ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে।
এমনকি হাট বাজারে পণ্য ক্রয় করতে আসা লোকজনদের কাউকে সামাজিক দুরত্ব বা স্বাস্থ্য বিধির দিকগুলি মেনে চলতে দেখা যায়নি অপরদিকে প্রচুর পরিমান লোকসমাগমও দেখা গেছে।
এমন সংবাদের ভিত্তিতে ০২ জুলাই শুক্রুবার সন্ধ্যায় সরেজমিনে উপজেলার আড়িয়াঘাট বাজারে গিয়ে তিনি উপস্থিত লোকজনদের স্বাস্থ্যবিধি দিকগুলি মেনে চলার পরামর্শ প্রদান করেন। সে সময়ে ২ জন মটরসাইকেল আরোহি মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ২০০ শত টাকা জরিমানা করেন এবং তাৎখনিক তারাও জরিমানার অর্থ পরিশোধ করে দেন।
তারা হলেন সোনাতলা উপজেলার আড়িঘাট সংলগ্ন গ্রামের রেজাউল করিম (সোহেল) ও কবির হোসেন। অপরদিকে সোনাতলা উপজেলা পরিষদ গেট সংলগ্ন জাহাঙ্গীর হোসেন নামের ১ ব্যক্তিকে মাস্ক ব্যবহার না করায় ১০০ শত টাকা জরিমানা করলে সেও তাৎখনিক জরিমানার অর্থ পরিশোষ করেন। সে সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তার সাথে ছিলেন।
সোনাতলা উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন প্রতিনিধিকে বলেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির দিকগুলি না মানার কারনে অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যহত থাকবে।