কিশোরগঞ্জে কঠোর লকডাউন কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই
১৪ই এপ্রিল লকডাউন শুরু হওয়া দ্বিতীয় দিন ১৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার করোনা প্রতিরোধে শুরু হওয়া সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জের আখরা বাজার, কালীবাড়ির মোড়, গৌরাঙ্গ বাজার, পুরানথানা সহ শহরে সব ধরনের দোকানপাট, শপিংমল,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জাহাঙ্গীর মোড় বড় বাজারের কাঁচা বাজারে গিয়ে দেখা যায় একেবারেই ভিন্ন চিত্র কোথাও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই! রিক্সা, ভ্যান, অটো, সিএনজিতে জ্যাম লেগেই আছে যে যেভাবে পারছে রাস্তাঘাটে অবাধে চলাচল করছে অনেকের মুখেই মাস্ক নেই এবং এসময় পুলিশের কোন সদস্যকেও চোখে পরেনি, পৌর এলাকায় লকডাউন সফলতার চিত্র অনেক জায়গায়তেই চোখে পরেনি! তবে পৌর এলাকার সন্মানিত সচেতেন নাগরীক এবং প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বিভিন্ন ভাবে সচেতন করার পাশাপাশি এবং জনবান্ধব কিশোরগঞ্জ থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ তারা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে জনগণকে যাঁর যাঁর বাসাবাড়িতে রাখার।