সেনবাগে যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা চেষ্টা,স্বামী আটক
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা চেষ্টা,স্বামী আটক
নোয়াখালী সেনবাগের ছাতারপাইয়ায় যৌতুকের টাকার জন্য আয়েশা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা চেষ্টার ঘটনায় আবুল হোসেন (৪৫)নামে এক ব্যাক্তিকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিম ছাতারপাইয়া গ্রামের আকরাম উদ্দিন ব্যাপারী বাড়ীর মৃত আবদুল আজিজের পুত্র কুয়েত প্রবাসী আবুল হোসেন( ৪৫) এর সহিত বিগত ৭ নভেম্বর ২০০৫ ইং একই গ্রামের তনু সর্দার বাড়ীর মোঃ খোরশেদ আলমের মেয়ে আয়েশা আক্তার( ২৮) এর সহিত বিবাহ হয়।
২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে সুখেই সংসার চলছিলো আয়েশার। কিন্তু গত ২৬ শে জানুয়ারী ২০২১ ইং আয়েশার অজান্তেই দ্বিতীয় বিয়ে করেন স্বামী আবুল হোসেন। এরপর থেকে শুরু হয় আয়েশা ও তার ৩ সন্তানের উপর আবুল হোসেন এর অমানুষিক নির্যাতন।
প্রতিনিয়ত যৌতুকের টাকার দাবীতে আয়েশাকে দফায় দফায় মারধর করতে থাকে আবুল হোসেন। গত বেশ কিছুদিন যাবত তার দ্বিতীয় স্ত্রীকে বিদায় করতে ২ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজনীয়তা দেখিয়ে শ্বশুর বাড়ীর লোকজনকে চাপ দিতে থাকে আবুল হোসেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে আয়েশাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে রক্তাক্ত জখম করে ও শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় পাষন্ড স্বামী আবুল হোসেন।
নির্যাতনের শিকার রক্তাক্ত অবস্থায় আয়েশাকে সোমবার রাতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ভুক্তভোগীর পরিবার। পরবর্তীতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে নির্যাতিতা আয়েশা বাদী হয়ে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে দুপুরে অভিযুক্ত আসামী আবুল হোসেনকে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ।
আসামী গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার দায়িত্বরত অফিসার এস আই নাজমুল গণমাধ্যমকে জানান,নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আসামীকে আটক করা হয়েছে। বুধবার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালী বিচারিক আদালতে সোপর্দ করা হবে।