জেলার খবর
রূপগঞ্জে ভূমিদস্যুদের বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজার সড়িয়ে (অপসারন করেন) দেন বিক্ষুব্ধ জনতা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে ভূমিদস্যুদের বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজার সড়িয়ে (অপসারন করেন) দেন বিক্ষুব্ধ জনতা
রূপগঞ্জে নিরীহ মানুষের ফসলি জমিতে জোর পূর্বক বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার নগরপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে নগরপাড়া, খামারপাড়া ও নয়ামাটি এলাকাবাসী।
এতে বক্তারা অভিযোগ করে বলেন, ভুমিদস্যু বাহিনী নীরিহদের ফসলি জমি না কিনেই জোরপূর্বক বালু ভরাট করে দখল করে নিচ্ছে। এতে বাঁধা দিলেই হামলা-মামলার শিকার হচ্ছে সাধারন মানুষ। তাই ভূমিদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, শ্রী রবি রায়, কামাল আহমেদ রঞ্জু, আলী হোসেন, মিজু আহমেদসহ অনেকে।
পরে ভূমিদস্যুদের বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজার সড়িয়ে (অপসারন করেন) দেন বিক্ষুব্ধ জনতা।