কৃষি

শ্রমিক সংকট নিরসনে কম্বাইন হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমপি মানিক

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

শ্রমিক সংকট নিরসনে কম্বাইন হারভেস্টার
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমপি মানিক

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদেরকে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন দিচ্ছে।

কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। কৃষকদের হাতে কম্বাইন হারভেস্টার তুলে দিয়ে তিনি আরো বলেন, বতর্মান পরিস্থিতিতে কৃষি কাজে শ্রমিক সংকট নিরসনে এ মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সহায়তায় কৃষকের মধ্যে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কম্বাইন হারভেস্টার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্চাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়সহ কৃষি অফিসের লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান,৭০শতাংশ ভর্তুকী দিয়ে ৩১লক্ষ টাকা মূল্যের ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন ছাতকের কৃষকরা এ মৌসুমেই পাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button