সুনামগঞ্জের ছাতক থানায় হামলা, ৯৪জনের নামসহ ৯০০ জনের বিরুদ্ধে মামলা
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতক থানায় হামলা, ৯৪জনের নামসহ ৯০০ জনের বিরুদ্ধে মামলা
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাও. মামুনুল হক আটকের সংবাদ পেয়ে ছাতক থানায় মামুনুল হকের অনুসারী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শনিবার রাতে বিক্ষোভ মিছিল করে হামলা ও ভাংচুর করেছে। থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় রবিবার বিকেলে একটি মামলা (নং-০৫) দায়ের করা হয়েছে। ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ঘটনার সময়ে আটক ৯ জন সহ ৯৪ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাত আরো ৯০০জনকে আসামি করা হয়েছে। মিছিলকারীরা শনিবার রাতে হামলা করে থানার সেবা চত্বরে ব্যাপক ভাংচুর করে।
এতে চার পুলিশ সদস্য আহত হয়। আটক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ছড়ারপাড় গ্রামের আব্দুল মন্নানের পুত্র জয়নাল আবেদীন (২২), গণেশপুর-বাহাদুরপুর গ্রামের আব্দুল নূরের পুত্র শামছুদ্দিন (২১), জালাল আহমদের পুত্র সুমন আহমদ (১৯), মোঃ আব্দুল্লাহ’র পুত্র মোস্তাফিজুর রহমান ফাইম (১৯), গণেশপুর-নোয়াগাও গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র আলী হোসেন (২৮), রহমতপুর-জামুরা গ্রামের ইমান উদ্দিনের পুত্র রাজন আহমদ (২২), মধ্য-গণেশপুর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র একরাম হোসেন (২০), পৌরসভার মোগলপাড়া এলাকার সমুজ আলীর পুত্র জনি আহমদ (১৯), কোম্পানীগঞ্জ থানার ইছাকলস গ্রামের মৃত আকলুছ মিয়ার পুত্র আবুল হোসেন (৩০) কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।