জেলার খবর

সেনবাগে সম্পত্তি বিরোধের জের ধরে গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা।

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি-ঃ

সেনবাগে সম্পত্তি বিরোধের জের ধরে গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা।

সম্পত্তি বিরোধের জের ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির পশ্চিম বীজবাগ কেরামত আলী ব্যাপারী বাড়িতে আয়েশা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে একই বাড়ির আব্দুল ওহাব মানিক,আব্দুল হালিম দুলাল ও মানিকের স্ত্রী গোলশান আরা বেগম।সম্পর্কে তারা আয়েশা বেগম এর ভাসুর ও জ্যা হয়।ঘটনার বিবরণে জানা যায়,আয়েশা বেগমের স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ায় ও তার স্বামীর কোন ভাই না থাকায় এ সুযোগ কে কাজে লাগিয়ে বর্ণিত বিবাদীগণ আয়েশা বেগমের স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জবরদখল করিতে থাকিলে বিরোধের সৃষ্টি হয়।একপর্যায়ে তারা আয়েশা বেগম কে বাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে প্রায়ই গালমন্দ করলে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বিষয়টি অবহিত করে আয়েশা বিচার চাইলে তারা বিচার সালিশ অমান্য করে আরও ক্ষিপ্ত হয়ে মারধরের হুমকি দেয়।।গত বুধবার ঘটনার দিন সন্ধ্যায় মানিক ও তার স্ত্রী গোলশান আরা বেগম সম্পত্তি বিরোধের জের ধরে গালমন্দ করলে আয়েশা বেগম তার প্রতিবাদ করলে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে হাতে দা,ছেনি,কিরিচ,ধারালো চোরা,লোহার রড ও বাঁশ নিয়ে ঘরে অনধিকার প্রবেশ করে আয়েশা বেগমের উপর হামলা করে তাকে এলোপাতাড়ি পিটাইতে থাকে।একপর্যায়ে মানিক তার হাতে থাকা কিরিচ দিয়ে আয়েশা বেগম কে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।দুলালের হাতে থাকা লোহার রড দিয়ে আয়েশা বেগম কে পিটিয়ে ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় ও পরনের কাপড় চোপড় টেনে হিঁচড়ে অর্ধনগ্ন করে শ্লীলতাহানি করে।মানিকের স্ত্রী গোলশান আরা বেগমের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আয়েশা কে পিটিয়ে জখম করে ও তার গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানা যায়।তাকে রক্ষা করতে তার স্বামী মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন পলাশ এগিয়ে এলে মানিকের হাতে থাকা কাঠ দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।একপর্যায়ে বিবাধীগণ তাদের বসতঘরের দরজা,জানালা ও আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে ও সিএনজি যোগে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে আয়েশা বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button