জেলার খবর

সেনবাগে জায়গা সংক্রান্ত বিরোধে জোরপূর্বক গাছ কেটে ও মামলা দিয়ে হয়রানি

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে জায়গা সংক্রান্ত বিরোধে জোরপূর্বক গাছ কেটে ও মামলা দিয়ে হয়রানি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের আলমগীর মাষ্টার এর বাড়িতে সম্প্রতি আবদুছ ছোবহান ও ইসমাইল হোসেন এর মধ্যকার সম্পত্তির হিস্যা নিয়ে বিবাদমান ঝগড়া,হামলা- পাল্টা হামলা,মামলা -পাল্টা মামলার এক পর্যায়ে গত ২৪ মার্চ রাতের আঁধারে কে বা কাহারা আবদুছ ছোবহান এর ছেলে মোঃ মোরশেদ আলম রনি কে মারধর করে।

উক্ত মারধরের সূত্রধরে গত ২৭ মার্চ মোঃ মোরশেদ আলম রনি বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ২৭মার্চে মামলা রুজু হলেও ২৬মার্চ রাত ৩ ঘটিকায় সেনবাগ থানা পুলিশ মোঃ ইসমাইল হোসেন কে গ্রেফতার করেন।আসামী পক্ষের দাবী তারা নির্দোষ।

এছাড়াও সরেজমিনে গিয়ে এলাকাবাসী থেকে খোঁজ খরব নিয়ে জানা যায়, জায়গা জমিন নিয়ে তাদের উভয় পক্ষের দ্বন্ধ ২০১৬ সাল থেকে চলমান। কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে কেউই জানেন না।

একই মামলায় মবি খাতুন নামিয় ইসমাইলের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকেও আসামী করা হয়। এদিকে ইসমাইলের স্ত্রী,বোন ও ছেলেকে আসামী করা হয়। তারা জামিনে আছেন।একটি পরিবারকে নানাভাবে হয়রানির অংশ হিসেবে মোঃ ইসমাইল হোসেনের জায়গার বিভিন্ন জাতের গাছ কেটে জায়গা দখল করে নিলেন আবদুছ ছোবহান ও তার লোকজন।আরো জানা যায় ঐ জায়গায় অনেক পুরোনো কবরও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button