জেলার খবর

শ্রীপুরে নারীনেত্রী নূরে জান্নাত কামনা’র স্বরণে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)

শ্রীপুরে নারীনেত্রী নূরে জান্নাত কামনা’র স্বরণে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহুল আলোচিত ও প্রশংসিত শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন। ২০১০ সালে মাওনা চৌরাস্তায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে বহু প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

এই সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন গাজীপুর নারী সংগঠনের প্রতিষ্ঠাতা, শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও মাওনা পাবলিক কলেজের প্রভাষক নূরে জান্নাত কামনা বিএসসি। ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে মাওনা চৌরাস্তার চাইল্ডহুড আইডিয়াল স্কুল মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাশাপাশি মুজিববর্ষ ও রক্তঝরা মহান একুশের ভাষা শহীদদের স্মরণে আলোর দিশারী কুইজ প্রতিযোগিতার লটারি ও পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি আবদুলকলাহ্-আল-মাসউদের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ জালাল আহমেদ। প্রধান আলোচক ও বিশেষ আলোচক ছিলেন শ্রীপুর পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ সুরুজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল উজ্জ্বল, কাওরাইদ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ সোহাগ খান, গোসিংগা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ সোহাগ মোড়ল, মাওনা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান, তেলিহাটী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাত্তার মেম্বার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইকবাল হাসান সবুজ, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য নাহিদা নাছরিন, ইসরাত জাহান, সানজিদা ইসলাম, মোঃ রুহুল আমিন, হাফেজ মোঃ হাবিবুর রহমান, হাফেজ মোঃ সাকিব আল হাসান, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সংবাদকর্মী দৈনিক দুর্জয় বাংলার বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান আহাদ, বাংলা নিউজ টিভির বার্তা সম্পাদক নাজমুল ইসলাম ও দৈনিক মুক্তালোক শ্রীপুর প্রতিনিধি জাকির মড়লকে সম্মাননা দেওয়া হয়।

স্মরণ সভায় মরহুমার স্মৃতিচারণমূলক আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান, মোনাজাত ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button