জেলার খবর
নোয়াখালীতে পুলিশের উদ্যোগে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় র্যালী ও মাস্ক বিতরণ
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে পুলিশের উদ্যোগে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় র্যালী ও মাস্ক বিতরণ
দেশব্যাপী কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের অংশ হিসেবে নোয়াখালীতেও পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনামূলক প্রচারণা শুরু করা হয়েছে।
রোববার নোয়াখালী পৌর বাজার ও সুপার মার্কেটের সামনে জনসচেনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলমগীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা,অতিরিক্ত পুলিশ সুপার(সদর)খালেদ ইবনে মালেক সহ পুলিশের বিভিন্ন স্তরের অফিসানগণ।
পুলিশ সুপার আলমীর হোসেন বলেন, মাস্ক পরার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে পুলিশের উদ্যোগে এ কর্মসুচি। এ কর্মসুচি তাদের আজ থেকে শুরু ও করোনা শেষ হওয়া পর্যন্ত চলবে।