পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া মাদ্রাসার শতবর্ষ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া মাদ্রাসার শতবর্ষ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিযা ফাজিল(ডিগ্রী) মাত্রাসার ২ দিন ব্যাপী ১০১ তম ঈদ-এ মিলাদুন্নবী(সঃ), বার্ষিক সভা ও শতবর্ষ উদযাপনের ২য় দিনে “রহমানিয়া বার্তা” নামে শতবর্ষপূর্তি উৎসব স্মারক’২০২০ গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যদের মাঝে ম্যাগাজিন বিতরন উপলক্ষে এ বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ মার্চ’২১ ইং রবিবার বিকাল ৩ টার সময় শতবর্ষ উদযাপন মঞ্চে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন সভায় সভাপতিত্ব করেন, পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য মাওলানা অাহামদ কবীর। রহমানিয়া বার্তার সম্পাদক আব্দুল অাজিজের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাসান আহামদ ফারুকী, বিশেষ অথিতি ছিলেন, প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপিএম ফেরদৌস আলম চৌধুরী, সদস্য সচীব তরুন ব্যবসায়ী আইডল ডাস-বাংলা এজেন্ট ব্যাংক পশ্চিম বড়ঘোনা শাখার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ওবাইদুর রহমান, শতবর্ষ প্রকাশনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক হারুনর রশীদ, মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র এয়ার মোহাম্মদ, মাওলানা মোস্তফা আলী, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আমিন উল্লাহ, মাওলানা বশির আহামদ, মাস্টার শের আলী প্রমুখ:।
রহমানিয়া বার্তার মোড়ক উম্মোচনের পর ম্যাগাজিনের কপি প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যদের মাঝে বিতরন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচীব মাওলানা ওবাইদুর রহমান মাদ্রাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে তথ্যবহুল শতবর্ষ স্মারক গ্রন্থ প্রকাশনায় দির্ঘদিন ধরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানান।
প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা স্মারকগ্রন্থ হাতে পেয়ে অানন্দে মহান মুনিবের দরবারে শোকরিয়া আদায় করেন।