নোয়াখালীর সেনবাগে একদিনে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত।
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীর সেনবাগে একদিনে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত।
নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে এবার একদিনে রেকর্ড সংখ্যক ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এরমধ্যে সেনবাগ পৌরসভায় ৭ জন, কাবিলপুর ইউনিয়নে ৯ জন,ডমুরুয়া ইউনিয়নে ২ জন,নবীপুর ইউনিয়নে ১ জন ও মোহাম্মদপুর ইউনিয়নে ১ জন সহ সর্বমোট ২০ জন।আক্রান্তরা হলেন,সেনবাগ পৌরসভার ৩ নং ওয়ার্ড অর্জুনতলা গ্রামে গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত আবু নাছের ভিপি দুলালের সংস্পর্শে আাসা মা নুর নাহার বেগম(৭৫),তার ভাইয়ের বৌ চ্যামেলী বেগম (৩৫), ভাইয়ের ছেলে আদিল (৪), ভাতিজি জেমী ও ফিরোজা বেগম (৬৫),পৌরসভার পেপার বিক্রেতা আবদুর রহিম(৬৫) বিবি সালমা(৩০), কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের রেজু আমিনের বাড়ির আবু তাহের (৪২),আব্বাস উদ্দিন(৪০),সাইফুল ইসলাম (২১), রিফাত হোসেন (১৬),মমিনুল হক(৩৫),একই ইউপির মইজদীপুর গ্রামের ফারহানা আফরোজ( ১৯), আবু তাহের(৭৫),সালাহ উদ্দিন(৪২),ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের সাখাওয়াতুল ইসলাম(২৩) ও গোলাম হায়দার (৪০),নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দী গ্রামের আব্দুল হক(৫২) ও মেহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রহিম(৪০)।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান জানান, গত ১ জুন জ্বর,সর্দি,কাশী ও গলা ব্যাথার উপসর্গ নিয়ে আক্রান্তরা করোনা পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করে।এরপর তারা ওই নমুনাগুলো নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্বিবদ্যালয়ের পিসিআর ল্যাবে প্রেরণ করলে নমুনাগুলি পরীক্ষার পর বুধবার সকালে ২০ জন করোনায় আক্রান্ত বলে জানানো হয়।এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী ও সেনবাগ থানা পুলিশ পর্যায়ক্রমে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়িগুলো লকডাউন করে এবং আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।