বিচার চাই, বিচার চাই –
সন্ত্রাসী তারেক মোল্লা ,মাদক ব্যবসায়ী তুষার ও পিপাস এর বিচার চাই। উল্লেখ্য, গাজীর হাট হাইস্কুলে দশম শ্রেণির ছাত্র – ছাত্রীরা কোচিং ও প্রাইভেট পড়ার জন্য দামোদরপুর গ্রামের স্টুডেন্ট রা ক্লাস করতে যায়।
ক্লাসের মাঝে তারেক মোল্লার ছেলের সাথে দামোদরপুর গ্রামের স্টুডেন্ট দের সামান্য বিবাদের সৃষ্টি হয়, পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য তারেক মোল্লা ,উক্ত স্কুলের দপ্তর তারেক মোল্লার ভাইপো মাদক ব্যবসায়ী নামে খ্যাত তুষার,আরেকজন ভাইপো পিপাস, স্কুলের ভিতরে ঢুকে দা,লাঠি নিয়ে দামোদরপুর গ্রামের দশম শ্রেণির ১৫/১৬ জন কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করে এবং মারধর করে, প্রাণ ভয়ে পালাতে গেলে তাদেরকে পূনরায় রাস্তার মাঝে ফেলে আবার মারধর করে,মেয়েদের গায়েও হাত তোলে, লাঠি ও দা দিয়ে অনেক মারা মারে,এবং ৩ জন কে স্কুলের ভিতরে আটকিয়ে রাখে,,তাদের ভিতর তিন জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের কে কালীগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আর ৫/৬ আহত আবস্থায় গ্রামে চিকিৎসাধীন অবস্থায় আছে। উক্ত ঘটনার সঠিক বিচার চাই,