জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া কসবা ভূমি দস্যুদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মেয়ে ও জামাতার সংবাদ সম্মেলন

মো.আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া কসবা ভূমি দস্যুদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মেয়ে ও জামাতার সংবাদ সম্মেলন

কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেন সরকারের ছেলে পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মোজাম্মেল হক সরকার। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি একজন অসহায় ও নিরীহ আমার স্ত্রী সুলতানা রাজিয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান।

তার নামে তিন শতাংশ জমি রয়েছে নোয়াপাড়া গ্রামে। গ্রামের ভূমি দস্যুরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যোগসাজশে আমার পরিবারের জায়গাটি জোর পূর্বক দখল করে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে।

উপজেলার হাসিমপুর মৌজার বিএস ৩৯৫ জমিনে জোর পূর্বক ভাবে ড্রেজার মেশিন লাগিয়ে আমার গ্রামের ভূমি দস্যু আব্দুল হাসিম সরকারের তিন ছেলে রেজাউল করিম, নাসির সরকার, জসিম সরকার ও নুরু সরকারের ছেলে আনোয়ার হোসেন সরকার, আনোয়ার হোসেন সরকারের ছেলে আমীর হোসেন সরকার এবং খারঘর গ্রামের কুদ্দুসের ছেলে কবির সরকার মাটি উত্তোলন করে আসছে।

এব্যাপারে আমি কসবার ইউএনও, এসিল্যান্ড বরাবর অভিযোগ করেও কোনো সদোত্তর পাইনি। পাশাপাশি কসবা থানায় সাধারণ ডায়েরি করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি থানা পুলিশ।

বরংচ এসব অভিযোগ করার পর ভূমি দস্যুরা আমার উপর অমানুষিক নির্যাতন ও মারপিট শুরু করে। পরবর্তীতে আমি ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মোকদ্দমা দায়ের করি। বিজ্ঞ আদালত আমার মোকদ্দমাটি আমলে নিয়ে কসবা থানার ওসিকে এফ আই আর নির্দেশ দেন৷ ওসি মামলাটি এফ আই আর করে তদন্ত ভারের দায়িত্ব দেয় সাব ইন্সপেক্টর রওশন জামানকে।

সাংবাদিকদের কে মোজাম্মেল হক সরকার জানান,
রওশন জামান তদন্তকালে আসামীদের সাথে মিলে যায় এবং তাদের ড্রেজার দিয়ে মাটি কাটার সুযোগ করে দেয়। এবং মাটি কাটা বন্ধ করতে আমার কাছে ৫০ হাজার টাকা ঘোষ দাবী করেন। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাটি কাটা বন্ধ হবে না বলে আমাকে হুমকি দেই। তিনি থানায় মামলা রজু হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো আসামীকে ই গ্রেপ্তার করছে না।

আমি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে গিয়ে কোনো ধরনের বিচার না পেয়ে আপনারা সাংবাদিকদের দারস্থ হয়েছি। আমি কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button