জেলার খবর
“দোয়ারায় দীর্ঘ ৭৪ বছরেও পাঠদানের অনুমতি পায়নি খাগুড়া এবতেদায়ী মাদ্রাসা
মোঃ আলা উদ্দিন, দোয়ারা বাজার প্রতিনিধি-(সুনামগঞ্জ)
“দোয়ারায় দীর্ঘ ৭৪ বছরেও পাঠদানের অনুমতি পায়নি খাগুড়া এবতেদায়ী মাদ্রাসা
পাঠদানের অনুমতি না পেয়ে বিপাকে পরেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের খাগুড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা। ইতিপূর্বে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ মুহিবুর রহমান মানিকের মাধ্যমে কারিগরি শিক্ষাবোর্ড বরাবরে জাবতীয় দলিল ও কাগজ পত্র জমা করা হলেও এখন পর্যন্ত কার্যত কোন ব্যবস্থা না নেওয়ায় হতাশায় নিমজ্জিত স্থানীয়।
এব্যাপারে মাদ্রাসা সভাপতি কারী আব্দুল কদ্দুছ জানান, দীর্ঘদিন যাবত এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার পরও কতৃপক্ষের অবহেলার কারণে মাদ্রাসাটি দাড়াতে হিমসিম খাচ্ছে। এই মাদ্রাসায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করলেও সরকারি সুযোগ সুবিধা না পেয়ে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হাড়াতে বসছে।