দোয়ারা বাজারে নিষিদ্ধ ৪৮ বোতল অফিসার্স চয়েস মদ সহ দুজন আটক
মোঃ আলা উদ্দিন, দোয়ারা বাজার সুনামগঞ্জ থেকেঃ
দোয়ারা বাজারে নিষিদ্ধ ৪৮ বোতল অফিসার্স চয়েস মদ সহ দুজন আটক
সুনামগঞ্জের দোয়ারা বাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় আমদানি নিশিদ্ধ অফিসার্স চয়েস মদ সহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১ মার্চ) দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের পয়েন্টে আল আমিন স্টোর নামক দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৮ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার করেন দোয়ারাবাজার থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলমের দিকনির্দেশনায় এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় নিষিদ্ধ মদ সহ দুজনকে আটক করেন।
আটককৃত দুজন হলেন, দক্ষিণ কলাউরা গ্রামের আবুল হাসেমের পুত্র মনির হোসেন ( ২১), উত্তর কলাউরা গ্রামের লাল মিয়ার পুত্র মো. আল আমিন মিয় ( ২০), যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
তারা দীর্ঘদিন যাবত নিষিদ্ধ অফিসার্স চয়েস মদ অবৈধ ভাবে ভারত থেকে চুরাই পথে এনে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এব্যাপারে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম বলেন, নিষিদ্ধ ভারতীয় মদ সহ দুজনকে আটক করে স্পেশাল পাওয়ার এক্ট ১৯৭৪ এর ২৫ বি ধারা মতে তাদের বিরুদ্ধে অভিযোগ ধায়ের করে আদালতে পাঠানো হয়েছে।