জেলার খবর

বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে- মুহিবুর রহমান মানিক এমপি

আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে- মুহিবুর রহমান মানিক এমপি

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের সময়েই দেশে বেশি মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে।

মাদরাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নতুন নতুন ভবন করে দিচ্ছে সরকার। শুক্রবার বিকেলে ছাতকের সিলেট পাল্প এন্ড পেপার মিল আদর্শ দাখিল মাদরাসার ৪ তলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদরাসা মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাও.বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডি সুনামগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।

বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শামছুজ্জামান রাজা, আফজাল হোসেন, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্তা মিয়া, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি, সাবেক কাউন্সিলর শামছু মিয়া, মাদরাসার সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান হাছনু, শিক্ষার্থী হাফিজুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফিজ সুমন মিয়া। সভার আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শায়েখ মাও.আব্দুল হান্নান, মাও.ফজলুর রহমান, মাও.আবুল কালাম, মাও.আজাদ মিয়া, মাও.আতাউর রহমান, মাও.আব্দুল মালিক, মাও.মহিব উদ্দিন, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, সাব্বির আহমদ, আব্দুল আউয়াল, মাফিজ আলী, রঞ্জন কুমার দাস, পীর মোহাম্মদ আলী মিলন, নাজমুল হোসেন, ফয়জুল কবির লাকী, এড.ছায়াদুর রহমান, মুজিব মালদার, আরশ আলী মেম্বার, এমএ কাদির, প্রধান শিক্ষক আব্দুল গণি, আশিকুর রহমান, কফিল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, সিমেন্ট কারখানা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, শিক্ষক অঞ্জন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, যুবলীগ নেতা ইসতিয়াক তানভীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম, ইউপি সদস্য মকসদুল হাসান আতর, আব্দুল মালিক, আব্দুস সালাম, মুহিবুর রহমান, ঠিকাদার অতুল দেব, স্থানীয় উকিল আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোতাহের আলী, আব্দুল মোমিন, জমির আলী, জুবেদ আলী, এহিয়া আবেদীন বাবু, জসিম উদ্দিন, আব্দুস সালাম, সাদিক মিয়া, আব্দুল হক মোল্লা সহ লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button