জেলার খবর

ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (বাংলা ৮ই ফাল্গ‌ুন ১৩৫৮) এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে রাজপথে মিছিল বের করে ছাত্ররা।
এমন সময় নরগোষ্ঠী পাকিস্তান হানাদার বাহিনীর নির্দেশনায় বাংলা ভাষা প্রেমিদের মিছিলের উপর নির্মমভাবে গুলি চালায়। আর সেই গুলি সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও নাম না জানা অনেকে শহীদ হয়।

শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। পৃথিবীর বুকে প্রথম বাঙালি জাতি ভাষায় জন্য বুকের রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছে। ২০১৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার সাথে সারা বিশ্বে এ দিবস পালন করা হচ্ছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়। ২০০০ সাথে প্রথম বিশ্বের ১৮৮ টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তার পর থেকে দেশে এবং দেশের বাইরে এই দিনের ভাষা দিবস হিসেবে পালন করা হয়।সারা বিশ্বের ১৮৮ টি দেশের মতো বাংলাদেশর প্রতিটি এলাকায় পালন করা হচ্ছে এই দিনকে।

তারই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ স্হাপিত ধামরাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় এমপি আলহাজ্ব বেনজীর আহমদ এর পক্ষে পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্প স্তবক অর্পণ করেন, ধামরাই পৌরসভার মেয়র ও সকল কাউন্সিলরবৃন্দ মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয়কে সাথে নিয়ে শ্রদ্ধার্ঘ পুষ্প স্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন, ধামরাই বাজার তরঙ্গ ক্লাব, ইসলামপুর সবুজ সংঘ, সহ অন্যান্য সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে।

প্রভাত ফেরীর মাধ্যমে ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সকালে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে ৫২ ভাষা শহীদদের মাগফিরাত কামনা করা সহ তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় একমিনিট নিরবতা পালন করেছে।

এ’সময় সাংবাদিকদিকদের পক্ষ থেকে ধামরাই উপজেলা প্রেসক্লাব,ধামরাই রিপোটার্স ক্লাব,ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগ, দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী , ধ্রুব সঙ্গীত নিকেতন,
সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ও বিভাগ এর বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে।
এদিকে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে সেই সাথে অমর একুশে উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

এ’সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button