শিক্ষার্থীরা সরস্বতী পূজা করছে
পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন ডাকুয়া ইউনিয়ন নিধুরাম ভুঁইয়া বাড়িতে সরস্বতীপূজা উদযাপন করা হয়েছে ও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন ডাকুয়া ইউনিয়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা ও মন্দিরে সরস্বতী পূজা পালন করা হয়। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মালম্বিদের এ উৎসব।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত রয়েছে, তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরী পূজা করতেন বলে জানা যায়। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নাযেব বাড়ি মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মলম্বিরা বিশেষ করে শিক্ষার্থীরা সরস্বতী পূজায় পূজা অর্চনা করে এবং বিশেষ প্রার্থনা করা হয়। পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।