পাইকগাছায় সরকারী কর ফাঁকি দিয়ে বিক্রিকালে ১০ হাজার মনির বিড়ি সহ আটক-১
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় সরকারী কর ফাঁকি দিয়ে বিক্রিকালে ১০ হাজার মনির বিড়ি সহ আটক-১
সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ও গোপাল বিড়ির ব্রান্ড নকল সম্বলিত ১০ হাজার মনির বিড়ি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় নাজমূল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ শনিবার সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের ধান্য চত্ত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমুল হোসেনের বাড়ী উপজেলার সোলাদানা ইউপির বয়ারঝাঁপা গ্রামে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের ধান্য চত্বরে শুল্ক কর ফাঁকি দিয়ে মনির বিড়ি বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস আই অনিষ মন্ডল তাকে আটক করেন।
মনির বিড়ি যশোরের মনিরামপুরের দিগায় প্রস্তুত হয় বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে গোপাল বিড়ি কোম্পানীর জেনারেল ম্যানেজার গৌরপদ পাল অভিযোগ করেন, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে কর ফাঁকি ও ব্রান্ড নকল করে কম দামে এ অঞ্চলে এ বিড়ি সরবরাহ করে আসছিল।যেখানে সরকারি এক প্যাকেট বিড়ির দাম ১৮ টাকা নির্ধারণ করা আছে সেখানে কিভাবে ১০ টাকায় প্রতি প্যাকেট বিক্রি করে আসছিল তারা। এক প্যাকেট বিড়ির সরকারি শুল্ক কর দিতে হয় ৯ টাকা ৫০ পয়সা। এ রিপোট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলছিল বলে জানাগেছে।