উত্তর চট্টগ্রামের শ্রেষ্ট দ্বিনী শিক্ষা প্রতিষ্টান কাগতিয়া কামিল মাদরাসা: শতভাগ পাশের সাফল্যের ধারা অক্ষুন্ন রেখেছে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে।
উত্তর চট্টগ্রামের শ্রেষ্ট দ্বিনী শিক্ষা প্রতিষ্টান কাগতিয়া কামিল মাদরাসা: শতভাগ পাশের সাফল্যের ধারা অক্ষুন্ন রেখেছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্যের ধারা অক্ষুন্ন রেখে উত্তর চট্টগ্রামের শ্রেষ্ট দ্বিনী শিক্ষা প্রতিষ্টানের ঐতিহ্য অক্ষুন্ন রেখেছে কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম.এ)। এ মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও শতভাগ পাশের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
চলতি বছর দাখিল পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন,তাদের মধ্যে ২জন A+,৪৩ জন A, ১৪ জন A- ৬ জন অন্যান্য গ্রেডে পাস করেন।
উল্লেখ যে, পৃষ্ঠপোষক,কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্টাতা আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম(র:) মাদরাসার অধ্যক্ষ ও পৃষ্টপোষকতার দায়িত্ব নেওয়া পর থেকে মাদরাসার শিক্ষার মানের উন্নতি ও সাফল্য অব্যাহত রয়েছে।
মাদ্রাসার ইর্ষনীয় সাফল্য অর্জন করার খুশিতে শিক্ষার্থী,তাদের অবিভাবক ও শিক্ষকমন্ডলি হয়রত গাউছুল আজম (র:)এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাদ্রাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার সুনামধন্য, সুযোগ্য অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মোর্শেদ আজম সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিমত ব্যক্ত করেন। আল্লামা শায়খ মোর্শেদ আজম মাদ্রাসার এ সাফল্য অর্জনে শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাংখীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও এ সাফল্য অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সুপামর্শ ও সহযোগিতা কামনা করেন।