জেলার খবর

নবগঠিত বাকলিয়া থানা ছাত্রলীগের আনন্দ মিছিল

মো: মাসুম বাবুল, চট্টগ্রাম প্রতিনিধিঃ

নবগঠিত বাকলিয়া থানা ছাত্রলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়, বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নবগঠিত বাকলিয়া থানা ছাত্রলীগের আনন্দ মিছিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বাকলিয়া এক্সসেস রোড থেকে শুরু করে নতুন ব্রীজে এসে শেষ হয় আনন্দ মিছিল।

বিশাল এই আনন্দ মিছিলে বাকলিয়া থানা ছাত্রলীগের নেতা কর্মীরাসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর বাকলিয়া থানায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হওয়ায় ছাত্রলীগের নেতা কর্মীরা খুবই আনন্দিত ও উচ্ছাসিত।

আনন্দ মিছিল শেষ করে শাহ আমানত নতুন ব্রীজ সংলগ্ন শহীদ বদিউজ্জামান চত্বরে সমাপনী সমাবেশে অনুষ্ঠানের বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দীন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকলিয়া ছাত্রলীগের আহ্বায়ক মিজানুরর রহমান মিজান।

তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি ভাইয়ের সংসদীয় আসন। আমরা জননেত্রী শেখ হাসিনা ও নওফেল ভাইয়ের হাতকে শক্তিশালী করবো।
সেই সাথে ছাত্রলীগের ঐতিহ্যকে সমুন্নত রেখে শিক্ষা শান্তি প্রগতি’র পতাকা উড়াবো।

উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষ্মণ দাশ, ইউসুফ হোসেন, ওমর সায়েম, সদস্য-রুবেল আলম, মোঃ সামির, ফজলুল হক রিশাদ, আমদাজুল আলম সিফাত, মাঈনুল ইসলাম, গিয়াস উদ্দীন, মোঃ সাকিবুল ইসলাম, সঞ্জিত ঘোষ, সৈয়দ তানজিম তাহিম, সাইফুজ্জামান আবির, সজীব আদনান, কাজী মোসলেহ উদ্দীন, মোঃ আব্দুল্লাহ, তানভীর হাসান, ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরী, সাধারণ সম্পাদক ইমতিয়াজ রাহাত, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদের, সাধারণ সম্পাদক সুহৃত বড়–য়া শুভ সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button