ধামরাই সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন স্হানীয় সাংসদ বেনজীর আহমদ এমপি
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন স্হানীয় সাংসদ বেনজীর আহমদ এমপি
শনিবার (১৩ই ফেব্রুয়ারি- ২০২১ খ্রীস্টাব্দ)-
ঢাকার ধামরাই পৌরসভার অভ্যন্তরস্হিত ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক প্রদত্ত ০৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের শুভ সূচনা ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার পূনরায় নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম মিয়া সহ অত্র কলেজের প্রফেসরগন,ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।