জেলার খবর

কোভিড -১৯ ভ্যাকসিনের টিকা নেন মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীক এমপি।

সাহাদাৎ হোসেন শাহিন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

কোভিড -১৯ ভ্যাকসিনের টিকা নেন মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীক এমপি।

ধন্যবাদ দেশ রত্নঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সাথে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য। বাংলাদেশের মানুষ করোনাকে জয় করতে সফল হয়েছে
কোভিড -১৯ এর শুভ উদ্বোধন করেন।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের)মাননীয় মন্ত্রী জননেতা গোলাম দস্তগীর_গাজী ( বীরপ্রতীক) এমপি মহোদয়,স্যার নিজেও ভ্যাকসিন নিচ্ছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোভিড -১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দুরে থাকুন। নির্ভয়ে নিশ্চিন্তায় টিকা নেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তার স্ত্রী রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাছিনা গাজী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। মন্ত্রী-মেয়র টিকা নিয়ে রূপগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভয় দূর করেছেন। এর আগে মন্ত্রী রূপগঞ্জে করোনাভাইরাসের টিকাদানের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়াসহ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারবৃন্দ।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশে করোনার টিকা এসেছে। একটি চক্র করোনা ভাইরাসের টিকা নেওয়ার বিরুদ্ধে অপপ্রচার করছে। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না। সবাই নিজ নিজ ঠিকানায় টিকা গ্রহণ করবেন। আমি টিকা নিয়েছি।

কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দুরে থাকুন। বাংলাদেশকে করোনা মুক্ত করতে সবাই সহযোগিতা করুন। আর অবশ্যই মাস্ক ব্যবহার করবেন পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button