এক দিনে করোনায় মৃত দুইটি দাফন কাফন সম্পন্ন খেদমতে খলক্ব ফাউন্ডেশন।
আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)
এক দিনে করোনায় মৃত দুইটি দাফন কাফন সম্পন্ন খেদমতে খলক্ব ফাউন্ডেশন।
খেদমতে খলক ফাউন্ডেশন খুলনা খালিশপুর শাখা বাংলাদেশ নৌ বন্দর খুলনা মংলা বন্দরের ট্রাফিক ইনস্পেক্টর জনাব আব্দুল মালেক উকিল সাহেব গতকাল করোনাই ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সংবাদটি খেদমত খলক ফাউন্ডেশন এর খালিশপুর কাফন দাফন টিমকে কে অবগত করলে ফাউন্ডেশন এর সমন্বয়কারী হযরত মাওলানা আনোয়ারুল আজম সেক্রেটারি খালিশপুর ইমাম পরিষদ সহ টিমের সদস্যবৃন্দ সেখানে পৌঁছায় এবং যথাযথ নিয়ম অনুযায়ী মাইয়াতকে খালিশপুর পোর্ট কলোনী মসজিদের কবরস্থানে দাফন সম্পন্ন করে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ নিয়ে কেউ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে ডায়েল করুন 01911-019744 নাম্বারটিতে।
উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশ-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে এবং নিজস্ব এম্বুলেন্স-এর ব্যবস্থা আছে।
উল্লেখ্য খেদমতে খলক্ব ফাউন্ডেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াহয়া সাহেব মুহতামিম যশোর মনিরামপুর মাছনা মাদ্রাসা একি উপজেলার সাংবাদিক হিসেবে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে খেদমতে খলক্ব ফাউন্ডেশের সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য মুফতী সাইফুল ইসলাম সাহেব।