জেলার খবর

সেনবাগে তিন রোহিঙ্গা যুবকের পাসপোর্ট কেলেঙ্কারিতে ইউপি মেম্বার হাকিম গ্রেপ্তার।

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে তিন রোহিঙ্গা যুবকের পাসপোর্ট কেলেঙ্কারিতে ইউপি মেম্বার হাকিম গ্রেপ্তার।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন ও নাগরিক সনদ নিয়ে রোহিঙ্গা তিন যুবকের পাসপোর্ট গ্রহণের ঘটনার মামলায় সেনবাগের ৪নং কাদরা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম কে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সেনবাগ থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।পরে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল হাকিম কাদরা ইউপির জয়নগর ৩নং ওয়ার্ড মেম্বার এবং ওই গ্রামের মৃত আলী আক্কাসের ছেলে।জানা যায়, তিন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ মুছা ও মোহাম্মদ আবদুল আজিজ কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়া শরণার্থী শিবির থেকে সেনবাগে এসে সেনবাগের কাদরা ইউপির জন্ম নিবন্ধন ও নাগরিক সনদপত্র দিয়ে ৬নং ওয়ার্ডের নজরপুর ও নিজসেনবাগ গ্রামের ঠিকানা ব্যবহার করে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর পাসপোর্ট বানায়।

এরপর ওই তিন রোহিঙ্গা যুবক চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলে ঘটনাটি নিয়ে পুরো দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

এরপর আকবর শাহ থানার এসআই আশাদুল ইসলাম বাদি হয়ে চট্টগ্রামের আকবর শাহ থানায় মামলা নং ৬ তারিখ ৫/৯/২০১৯ দায়ের করে। এরপর ওই মামলা আদালত কর্তৃক জিআর মামলা নং ৩৩২/২০১৯ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে ওই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ আবদুল হাকিমকে গ্রেপ্তার করে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা ও আকবর শাহ থানার অফিসার ইনচার্জ(ওসি) জহির হোসেন পিপিএম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button