আর্থিক সাহায্যের আবেদন মারকাজুত তাহফিয মাদ্রাসার কাজের জন্য।
আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধিঃ
আর্থিক সাহায্যের আবেদন মারকাজুত তাহফিয মাদ্রাসার কাজের জন্য।
যশোর টার্মিনাল মনিহার ইজিবাইক সংলগ্ন বাপ্পীর বিল্ডিংয়ের এর নিচ তলায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিয মাদ্রাসার নিজস্ব জমির ব্যাবস্থা হওয়ায় ,স্থান পরিবর্তন হয়ে যশোর জেলার মনিরামপুর উপজেলার কুয়াদা ব্রাম্মনডাঙ্গায় নির্মাণাধীন মাদ্রাসার কাজের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান ,অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুন বিন ইলিয়াস।
মাদ্রাসার জমি প্রিন্সিপাল মাওলানা মামুন বিন ইলিয়াস নিজেই দিয়েছেন, এবং জমি নিচু এবং গর্ত থাকায় নিজস্ব অর্থায়নে সেটি ভরাট করছেন।
এছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায় তিনি সেখানে মাটি গুলি নিজেই সুন্দর ভাবে বিছিয়ে দিচ্ছেন,প্রিন্সিপালের কাছে মাদ্রাসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি মারকাজুত তাহফিয মাদ্রাসা যশোর টার্মিনালে করেছিলাম একটি বিল্ডিং ভাড়া নিয়ে। করোনা ভাইরাসের কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায়। মাদ্রাসার কোন আয় না থাকায় মাদ্রাসার ভাড়া বহন করতে না পেরে নিজের জমিতে মাদ্রাসা করার সিদ্ধান্ত নিয়েছি, এবং আল্লাহর রহমতে কাজ শুরু করে দিয়েছি।
মাদ্রাসার বিল্ডিং এর জন্য অনেক খরচ এই জন্য আমি সমাজের অর্থবান বিত্তবান দানবীরদের কাছে মারকাজুত তাহফিয মাদ্রাসার জন্য সহযোগিতা কামনা করছি।
যে সমস্ত ইসলাম দরদী দানবীর ভায়েরা দান করতে ইচ্ছুক আপনারা মারকাজুত তাহফিয মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুন বিন ইলিয়াস সাহেবের সাথে ফোনে (০১৯২০৮২৭০৪৪বিকাশ)যোগাযোগ করে কথা বলতে পারেন।