জেলার খবর

রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের এজিএম-২০২০ইং অনুষ্ঠিত।

মোঃ রুস্তম খাঁন, রিয়াদ প্রতিনিধি-(সৌদি আরব)

রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের এজিএম-২০২০ইং অনুষ্ঠিত।

রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের এজিএম-২০২০ইং ঢাকা মেডিকেল সেন্টারের হল রুমে জাঁকজমকপূর্ণ ভাবে স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে
অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের সৌদি স্পন্সর বান্দর বিন নায়েফ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাইনান্স ডাইরেক্টর মাওলানা সফিউল্লাহ, পার্সেস ডাইরেক্টর আক্তার হোসেন,পাবলিক রিলেশন ডাইরেক্টর সাইফুল ইসলাম, মার্কেটিং ডাইরেক্টর জাকির হোসেন, ডাইরেক্টর আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন-ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার বেলাল হোসাইন, বাংলাদেশ ইন্টার্ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়ামের টিচার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামশেদ রানা, ঢাকা মেডিকেল সেন্টারের পাবলিক রিলেশন অফিসার সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়,অভ্যর্থনা বিভাগের প্রধান গোলজার মোল্লা,মার্কেটিং সিনিয়র অফিসার সাংবাদিক মোঃ রুস্তম খাঁন,শেয়ার হোল্ডার আদুস সাত্তার, রফিকুল ইসলাম, বাবুল দাস,নজরুল ইসলাম, আবু তাহের, গিয়াসউদ্দিন, মনছুর আহমেদ, মোঃআইয়ুব, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ফয়সাল আহমেদ সহ আরো অনেক।

ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মনিরুল ইসলাম সভাপতির বক্তব্যে জানান, আমরা কাজে বিশ্বাসী কথায় নই। সৌদি আরবের বিভিন্ন শহর সহ বাংলাদেশ, বাহরাইন এ ঢাকা মেডিকেল সেন্টার এর শাখা খোলার প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যে ঢাকা মেডিকেল সেন্টারের জন্য ঢাকার উত্তরায় পাঁচ কোটি টাকার জমি খরিদ করা হয়েছে। আগামীতে আরো পদক্ষেপ রয়েছে তা সময়ে জানানো হবে ইনশাল্লাহ।

ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রতিষ্ঠানের শুরু থেকে ৩১ ডিসেম্বর ২০২০ইং পর্যন্ত হিসাব এজিএম অনুষ্ঠানে তুলে ধরেন। উপস্থিত বিভিন্ন শেয়ার হোল্ডারের প্রশ্নের উত্তর প্রদান করেন।

তিনি আরো জানান-আমরা আপনাদের আমানতের পাহারাদার। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে আগামী তে আরো ভালো কিছু উপহার হিসেবে তুলে দিতে পারবো ইনশাল্লাহ।

যারা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০০ রিয়াল দিয়ে শেয়ার কিনার জন্য জমা দিয়েছিলেন তাদের টাকা লাভে আসলে ফিরত দেওয়ার ঘোষণা দেন। তবে,দশ হাজারের কমে কেউ শেয়ার রাখতে পারবেন না।

গত জুলাই- ডিসেম্বর ছয় মাসের মুনাফা আনুষ্ঠানিক ভাবে শেয়ার হোল্ডারদের হাতে তুলে দেওয়া হয়।
পরিশেষে বিভিন্ন গিফট সামগ্রী পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button