পাইকগাছায় শিক্ষানবিশ ৬ এস আই বললেন আদর্শ্য শিক্ষা পেলাম; সততার সহিত মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবো।
এ কে আজাদ, খুলনার পাইকগাছা প্রতিনিধি-ঃ
পাইকগাছায় শিক্ষানবিশ ৬ এস আই বললেন আদর্শ্য শিক্ষা পেলাম; সততার সহিত মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবো।
পাইকগাছা থানার ৬ শিক্ষানবিশ এস আই’য়ের বিদায়ী সভা থানা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওসি রুমে বিদায়ী সভায় শিক্ষানবিশ ৬ এস আই বললেন, এখানে যোগদানের পর থানার অফিসার ইনচার্জ এজাজ শফী “বাবার ভূমিকা নিয়ে আমাদের সন্তান মনে করে হাতে-কলমে বাস্তব প্রশিক্ষন দিয়ে মানুষ করার চেষ্টা করেছেন”। এ শিক্ষা সারা জীবন কাজে লাগিয়ে আমরা সততার সহিত দেশের মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবো। ৩৭ তম ব্যাচের এ ৬ পুলিশ কর্মকর্তা প্রথম ৩ মাসের বাস্তব প্রশিক্ষন শেষে “এ ও ডি ” সার্কেলে বদলী হলে শনিবার দুপুরে থানা কর্তৃক আয়োজিত বিদায়ী সভায় তারা এসব মন্তব্য করেন। ওসি মোঃ এজাজ শফির সভাপতিত্বে বিদায়ী সভায় বক্তব্য রাখেন ইন্সপেক্টর মোঃ আশরাফুল আলম, সেকেন্ড অফিসার এসআই নিমাই চন্দ্র কুন্ড, এসআই মিন্টু মিঞা, নুরুল আলম, সাইদুল ইসলাম, তন্ময়, বিদায়ী এসআই আরিফুল ইসলাম, জুয়েল, ইমরান, রুহুল, চিরঞ্জিত, অলোক সহ এএসআই জিল্লুর রহমান ও ফারজানা।