ছাতকে নরপশুদের হাতে হত্যার শিকার একটি গাভীন গাভী।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে নরপশুদের হাতে হত্যার শিকার একটি গাভীন গাভী।
সুনামগঞ্জ জেলার ছাতকে ক্ষেতের ধান খাওয়ায় একটি গরু (গাভীনগাভী) হত্যা করেছে একদল নরপশু।
গাভীটির পা রশি দিয়ে বেঁধে পিটিয়ে ও দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে মানুষ নামের পশুরা। রোববার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামের মৃত মো. সমছু মিয়ার পুত্র দিনমজুর মাহমুদুর রহমান বাদী হয়ে গ্রামের সমরাজ আলী সহ ৬জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন। ঘটনার পরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত গাভীটি উদ্ধার করেছে।
মৃত গাভী পরীক্ষা-নিরীক্ষা করেছেন ছাতক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন আচার্য্য। এতে গাভী হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে রায়সন্তোষপুর গ্রামের দিনমজুর মাহমুদুর রহমানের গৃহপালিত একটি গাভী একই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র সমরাজ মিয়ার আবাদকৃত জমিতে প্রবেশ করে কিছু ধানগাছ খেয়ে ফেলে।
এতে ক্ষিপ্ত হয়ে জমির মালিক সমরাজ মিয়া সহ লোকজন প্রতিপক্ষ মাহমুদুরের গাভীটি হত্যা করে। তারা গাভীর চার-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ও গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেছে। ছাতক থানার এসআই আবু তালেব অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।