কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঁঙ্গনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকটি পরিবার।
সাইফুল ইসলাম,রাজারহাট প্রতিনিধি-(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঁঙ্গনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকটি পরিবার।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ১ নং ঘড়িয়ালডাঙ্গাঁ ইউনিয়নের খিতাবখাঁ মৌজায় নতুন করে তিস্তার প্রবল ভাঙ্গন দেখা দিয়েছে। আজ রবিবার ২৪-০৮-২০ খ্রীঃ সরেজমিনে দেখা গিয়াছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গাঁ ইউনিয়নে খিতাবখাঁ (বুড়িরহাটের) উত্তর পার্শে গত দুইদিন ধরে তিস্তানদীর ভাঙ্গনে বেশ কয়েকটি বাড়ী নদীগর্ভে বীলিন হওয়ায় পরিবারের লোকজন নিয়ে বড় কষ্টের মধ্যে রাত যাপন করছে পরিবার গুলো।
বর্তমান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবাও নতুন করে ভাঙ্গঁন শুরু হয়েছে এবং নদী ভাঙ্গন রোধ করতে না পারলে উত্তরে ও দক্ষিনে আরো শত শত বসত বাড়ি নদীগর্ভে বিলিন হবে বলে জানালেন উক্ত এলাকার বাসিন্দা মোঃ আলতাব হোসেন ও মসজিদের ইমাম মাওঃ মোঃ মনিরুল ইসলাম রোকন।
তিস্তা নদী ভাঙ্গনে ভিটামাটি ও আবাদি জমি নদীগর্ভে বিলিন হওয়া ভোক্তভোগি মোঃ রফিকুল ইসলাম,আলহাজ্ব একাববর আলি,সিরাজুল ইসলাম,তোফাজ্জল হোসেন,আব্দুল মতিন,ও আব্দুল কুদ্দুছ সহ সকলে কোন্দনরত ভাবে বলেন শেষসম্বল ঘড়বাড়ী,ভিটামটি টুকু তিস্তা নদী খেয়ে ফেলায় সর্বহারা হয়ে পরিবারের সদস্যদের নিয়ে বড় কষ্টে আছি মথাগুজার মত আর কোন জায়গা জমি নাই কোথায় যাব কোথায় রাত কাঠাব কিছু বুঝে উঠে পারছি না,তাই আমাদের মত যাদের ভিটামাটি নদী ভেঙ্গে সর্বশান্ত করেছে তাদের উপর সরকারের সুদৃষ্টি কামনা করছি।