আন্তর্জাতিক

মুসল্লির জন্য প্রস্তুত সৌদি আরবের মসজিদগুলো- আগামীকাল হতে মসজিদ খোলা থাকবে।

মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব রিয়াদ প্রতিনিধিঃ-

মুসল্লির জন্য প্রস্তুত সৌদি আরবের মসজিদগুলো- আগামীকাল হতে মসজিদ খোলা থাকবে।

সৌদিআরবে আগামী ৩১ মে রবিবার থেকে মসজিদগুলি খোলার জন্য প্রস্তুত করা হচ্ছে ৷প্রায় নব্বই হাজার মসজিদ খোলার কথা জানা যায়। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে মসজিদে প্রবেশ করতে হবে।

নামাজের ১৫ মিনিট পূর্বে মসজিদ খুলবে, নামাজ শেষে ১০ মিনিট পর বন্ধ হবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে যেতে হবে।

সৌদি আরবে মসজিদ খোলার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা ও বিধিনিষেধ।যা ৩১ মে ২০২০থেকে প্রযোজ্য হবে।

১. আজানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ১০ মিনিট পরে বন্ধ করা।
২. আজান এবং ইকামাহের মধ্যে ১০ মিনিট অপেক্ষার সময় রাখা।
৩. প্রবেশের সময় থেকে নামাজের শেষ সময় পর্যন্তই জানালা এবং দরজা খোলা রাখা।
৪. মসজিদগুলি থেকে অস্থায়ীভাবে কোরআন এবং বই সরিয়ে নেওয়া।
৫. একে অপরের মধ্যে ২ মিটার দূরত্ব বজায় রাখা।
৬. দুই কাতারের মধ্যে এক কাতার ফাঁকা রাখা।
৭. সমস্ত ওয়াটার কুলার এবং রেফ্রিজারেটর বন্ধ রাখা।
৮. মসজিদের ভেতরে-বাইরে পানি বা খাবার বিতরণ স্থগিত রাখা।
৯. টয়লেট এবং ওযুর স্থান বন্ধ রাখা।

জুমার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিম্নরূপঃ-

১. জুমার নামাজের ২০মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ২০ মিনিটের পরে বন্ধ করা।
২. নামাজসহ শুক্রবারের খুতবা ১৫ মিনিটের বেশি না হওয়া।
আরো জানা যায়,রবিবার থেকে খুলে দেয়া হচ্ছে মসজিদে নব্বীও। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবে প্রশাসন। মসজিদে নব্বীর ধারণ ক্ষমতার মাত্র ৪০% ভিতরে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়াও থাকবে নানান বিধিনিষেধ।

এই সতর্কতামূলক ব্যবস্থাগুলি হারামাইনের জন্য প্রযোজ্য নয়, প্রশাসন এখনও পবিত্র ক্বাবা মসজিদের প্রোটোকল প্রকাশ করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button