জেলার খবর

আখাউড়া কর্মমঠ বাজারে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের “মানবতার দেওয়াল” উদ্বোধন।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

আখাউড়া কর্মমঠ বাজারে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের “মানবতার দেওয়াল” উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কর্মমঠ এলাকার অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মানব সেবার লক্ষে বাড়িতে ব্যবহৃত-অব্যবহৃত বস্ত্র সুবিধাবঞ্চিত মানুষদের দিয়ে সহযোগিতা করবার, লক্ষ্যে গত বছরের নভেম্বরে মাই ফ্লাই এয়ার ও চলো পাল্টাইয়ের উদ্যোগে সর্বপ্রথম সংগঠনটির উপদেষ্টা ও সীমান্ত টিভির পরিচালক শাহীন আলম জয়ের নেতৃত্বে এবং ঢাকা কলেজের শিক্ষার্থী ও ইসলামিক আলোচক মারুফ আলম ভূঁইয়ার সহযোগিতায় এলাকার শিক্ষিত যুবকদের নিয়ে দেয়ালে প্লাস্টিকের হ্যাঙ্গার বসানোর মাধ্যমে নতুন-পুরাতন কাপড় দিয়ে মানবতার দেওয়ালে সর্বপ্রথম উদ্বোধন করা হয়।

পরবর্তীতে তা বৃহৎ পরিসরে স্থানান্তর করে কর্মমঠ বাজারের ভিতরে একটি দোকানের দেয়ালে নতুন রং ও বৃষ্টি থেকে রক্ষার জন্য টিনশেডের ছাউনি তৈরি করে আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়াল আবারো উদ্বোধন করা হয়।

এতে ওয়ার্ড মেম্বার হামদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা বাদল ভূইয়া, কর্মমঠ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, কর্মমঠ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সোহাগ সরকার, (ডিএনটি) মাঠের সাবেক ক্যাপ্টেন আল আমিন ভূইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব ভূইয়া,হোসেন মিয়া উরুফে (নানাভাই), মনির সরকার, নয়ন সরকার, কালাম মিয়া, আখাউড়া ইউএনও সিএ কামাল হুসেন, ভাষ্যকার আজিজুল হক প্রমূখ।

অনুষ্ঠান শেষে কর্মমঠ এলাকার সকল মসজিদের খতিবগনের উপস্থিতিতে কর্মমঠ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ওসমান গনির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এ বিষয়ে মানবতার দেয়ালের প্রধান উদ্যোক্তা শাহীন আলম জয় বলেন, একজন দরিদ্র অসামর্থ্যহীন মানুষকে বস্ত্র দিয়ে সহযোগিতা করাটা নিশ্চিত মহৎ ও মানবতার কাজ, আর তাই আমরা কয়েকজন যুবক মিলে চিন্তা করেছি কর্মমঠ এলাকার দরিদ্র মানুষদের জন্য কিছু করবার, ভবিষ্যতে সুযোগ পেলে আরো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ।

মানবতার দেয়ালের উদ্বোধনে আরেক উদ্যোক্তা মারুফ আলম ভূঁইয়া বলেন, মানব সেবার লক্ষে আসুন আমরা আমাদের বাড়িতে পরে থাকা অব্যবহৃত দরিদ্র লোক পরারযোগ্য কাপড়গুলো বিশেষ করে শীত বস্রগুলো মানবতার দেওয়ালে টানিয়ে দেওয়ার মাধ্যমে মানব সেবায় অংশীদার হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button